উখিয়া টেকনাফ সড়কের নাকাল অবস্থা, দেখার কেউ নেই!
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত আরাকান (শহীদ এটিএম জাফর আলম) সড়কটি এখন মনণ ফাঁদে পরিনত হয়েছে। এতে করে এ সড়কে চলাচলকারীদের যাচ্ছে নাকাল অবস্থা।
ছবিতে যে গর্তটি দেখা যাচ্ছে এটি কোন বিল বা কুয়ার ছবি নয়। এটি হলো মানবতার শহর উখিয়ার অন্যতম ব্যস্ততম উখিয়া টেকনাফ সড়কের বালুখালী পানবাজার এলাকার একটি দৃশ্য।
যেখান দিয়ে প্রতিদিন হাজার-হাজার এনজিওদের গাড়ির যাতায়াত হয়। প্রতিদিন যেখানে ঘণ্টার পর ঘণ্টা লেগেই থাকে যানজট।
এভাবে মরিচ্যা থেকে কোর্টবাজার, কোর্টবাজার থেকে উখিয়া, সেখান থেকে কুতুপালং, বালুখালী, থাইংখালী পুরো রাস্তায় এরকম গর্ত আর খানাখন্দে ভরপুর হয়ে গেলেও সংস্কার তো দুরের কথা। এগুলো দেখারও যেন কেউ নেই।
ঘটনাপ্রবাহ: আরাকান, কক্সবাজার, টেকনাফ
Facebook Comment