এলজিইডি’র ৪কোটি টাকার কাজের উদ্বোধন করলেন এমপি দীপংকর


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী উন্নয়ন সড়ক প্রকল্প (৩পার্বত্যজেলা) এর আওতায় রাঙামাটিতে চার কোটি টাকার সড়ক ও সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জেলা শহরের তবলছড়ি এলাকায় সড়ক ও সেতুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধন পরবর্তী এমপি দীপংকর সড়ক এবং সেতুর কার্যক্রম পরিদর্শন করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এই সময় এলজিইডি রাঙামাটি শাখার প্রধান প্রকৌশলী আবু তালেব চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, তবলছড়ি আরএন্ডএইচ রোড এর ৪৮মিটার সেতুর কাজের উদ্বোধন করা হয়েছে। সেতুটি ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা এবং এটি আগামী এক বছরের মধ্যে কাজটি শেষ করা হবে বলে জানান তিনি।