কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে ৮০০ পিস ইয়াবাসহ আটক ৩
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৮০০পিস ইয়াবাসহ নীর আহমদ, ছালেহা বেগম, সোহানা নামে তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহি তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
কক্সবাজারস্থ ১৭ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল খালেকুজ্জাামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেক পোস্টের বিজিবি হাবিলদার কাজী মফিজ এর নেতৃত্বে ২৬ এপ্রিল বেলা ১১টায় টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল¬াশী চালিয়ে টেকনাফ খাইকখালীপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে মীর আহম্মদ, আবদুল আমিনের স্ত্রী ছালেহা বেগম, আবদুল আমিনের স্ত্রী সোহানা আক্তারকে ৮০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি অধিনায়ক।