কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় র্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানান।
আটক সাইফুল ইসলাম উখিয়া উপজেলার পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে।
আটককের সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের উপ-অধিনায়ক জানান, গত বুধবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়। এসময় মাটিতে পুতে রাখা অবস্থায় অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাপ্রবাহ: অস্ত্র, আটক, ইয়াবা
Facebook Comment