কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারে ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপি ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।
আটককৃতরা হলো-উখিয়ার মো. আলম এর ছেলে মো. শফি (৩৫), বরিশাল মুলাদীর শাহা আলম মাঝির ছেলে মো. বাবুল মিয়া (৩০) এবং বরিশাল গলাচিপা থানার মো. গোলাম হাওলাদার এর মেয়ে মোছাঃ মাকসুদা আক্তার দোলা (২০)।
শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র করাচিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ধৃত আসামীদের আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১,৫০০পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবাসহ আসামীদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।