কক্সবাজার ঝাউ বাগান থেকে কিশোরের ফাঁস লাগানো লাশ উদ্ধার


কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বর এলাকার ঝাউগাছের সাথে গলায় ফাঁস লাগানো কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে লাশটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত হয় নি। ঘটনার কারণও জানা যায় নি।
তবে এটি আত্মহত্যা কিনা, তা তদন্তের পর বুঝা যাবে বলে জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গিয়াস।
তিনি জানান, গাছের সাথে ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজন কিশোরের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। ঘটনার সঠিক কারণ ও লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কিশোর, ঝাউ বাগান
Facebook Comment