কক্সবাজার নুরুল কুরআন আদর্শ মাদরাসায় হিফ্জ অ্যাওয়ার্ড প্রদান

fec-image

কক্সবাজার নুরুল কুরআন আদর্শ হিফজ মাদরাসায় হিফজ ও সবিনা সম্পন্নকারী শিক্ষার্থীদের ‘হিফজ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের উত্তর তারাবনিয়ারছরা (আহাদ ম্যানশন, পুরাতন কমার্স কলেজ রোড) ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা সিনিয়র মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান।

তিনি বলেন, সুশিক্ষার অভাবে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতমুখী জ্ঞানার্জনের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

মাওলানা মুফতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক, বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাফর আলম।

এ বছর হিফজ সম্পন্নকারী ১০ জনকে অনুষ্ঠানে হিফজ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন, নাবিহ হোসাইন আজাদ, আব্দুল হামিদ, শামসুত তিবরীজ, আমিন আল হাসান রাদিত, ইয়াহয়া, মুহিদুল ইসলাম আবির, সাইয়িদুল আবরার, সাঈদি হাসান সাওম, শহিদুল ইসলাম তানযীম, আব্দুল্লাহ আল-নোমান।

সবিনা (এক বৈঠকে ৩০ পারা) পড়েছেন, মুহাম্মদ আরমান হোছাইন, মোহা. আদনান আল জিহাদ, আব্দুল আজিজ জিদান, মুহাম্মদ মোস্তফা, আব্দুর রহমান তাসিম, মুহিদুল ইসলাম আবির, তানয়ীম, শুয়াইব ইব্রাহিম মাহবুব সাঈদ, আবদুল্লাহ আল জাবের, মাহের ছিদ্দিক তুহিন, জাবেদ, সাঈদ আজিজ রাহাত ও সাঈদি হাসান সাওম।

অনুষ্ঠানে সবিনা সমাপনকারী শিক্ষার্থীদের সনদ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।  এছাড়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত হাফেজদের অভিভাবকরা পেয়েছেন সম্মাননা ক্রেস্ট।

প্রাক্তন ছাত্র আনিসুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মুফতি সোহাইল রাগিব, হাফেজ মাওলানা নুরুল আমিন, হাফেজ মাওলানা শহিদ উল্লাহ, হাফেজ মাওলানা ক্বারী জুবাইর, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ রিয়াজ উদ্দিন, হাফেজ মাওলানা তৈয়ব উল্লাহ, মাস্টার রশিদ উল্লাহ, মাস্টার আতিক উল্লাহ, মোহাম্মদ ইলিয়াস, মাস্টার শামীম ইকবাল, মাস্টার আব্দুল আইয়াছ, মাস্টার শাহজাহানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মাদরাসা, হিফ্জ অ্যাওয়ার্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন