কক্সবাজার শহরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার প্রধান আসামি আরাফাত মোহাঃ শহীদ প্রকাশ শাহেদ (২১) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মোহাঃ হোসেনের ছেলে ।
পুলিশ জানায়, বিগত ২ মাস পূর্বে আধিপত্য বিস্তার ও ক্ষমতার জেরে নিরীহ কিশোর মোহাঃ মোর্শেদকে (১৫) শহরের সাহিত্যিকা পল্লী ৬নং ওয়ার্ডের তুলাগাছ নামক স্থানে হত্যা করা হয়। কিশোর মোর্শেদকে তুলে নিয়ে গিয়ে প্রধান আসামি শাহেদ ও তার ৩ সঙ্গীরা কিরিচ ও লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে নির্মমভাবে হত্যা করে।
শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রুমালিয়ারছড়া থেকে ঘাতক শাহেদকে কক্সবাজার সদর মডেল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসআই দেলোয়ার হোসেন বলেন, পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের জন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে আসছিলো। নিরীহ এক কিশোরের জীবন বলি হলো আধিপত্য বিস্তার ও ভূল বুঝাবুঝির কারণে। অবশেষে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন খন্দকার (পিপিএম বার) বলেন, হত্যা মামলার প্রধান আসামী শাহেদকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি তিন আসামিকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।