কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পযেন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) বেলা ২টার দিকে হিমছড়ি দরিয়ানগর পয়েন্ট-সংলগ্ন ৩নং ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বেলা ৩টা পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, সৈকতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ননের ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বলেন, ২টার দিকে হিমছড়ি সৈকতের দরদিয়া নগর ৩নং ব্রিজের পাশে আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে ছিল কালো জ্যাকেট, গেঞ্জি ও কালো হাফপ্যান্ট।