কাজুবাদাম সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক কর্মশালা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দুতে কাজুবাদাম সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কাজুবাদাম চাষীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) তিন্দু ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) 'র প্রধান কার্যালয় চট্টগ্রামের গবেসক ও পরামর্শক মো. ওমর ফারুক, শুভ উদ্বোধন করেন।
সোস্যাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিসিয়িটিভ ফর পুর ভিলেজার ইন থানচি উপজেলা প্রকল্পের আওতায় বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) বাস্তবায়নের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) 'র অর্থায়নের প্রশিক্ষণ কর্মশালায় বিএনকেএস এর উপ- পরিচালক উবানু মারমা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের বিএসআরএমের প্রকল্প পরিদর্শক মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভানুসিয়াম বম, প্রকল্প কো- অর্ডিনেটর চিকো চাক, কোঅং খুমী পাড়ার প্রধান কোঅং খুমী কারবারী প্রমূখ উপস্থিত ছিলেন।