কাজ শুরু করেছে কুতুবদিয়ায় নতুন পুলিশ সদস্যরা
কুতুবদিয়া থানায় ব্যাপক বদলিতে ওসি সহ ৪৫ জনের বিশাল বহর নিয়ে কাজ শুরু করেছে। জেলায় ৮ থানায় ১৪ শতাধিক পুলিশ বদলি এবং নতুন যোগদানের রেকর্ড। ঘর পুড়লে উঠান গরম হয়- এই নীতিতে “ থানা ডায়ালাইসিস “ প্রক্রিয়ায় কুতুবদিয়া থানার সবাইকে বদলি হতে হয়। যোগদান করেছে পুরো সেট। ৪৫ জনের বিশাল বহর। সবাই নতুন হলেও বিগত সময়ে জলদস্যু, ইয়াবা মাদক ব্যবসা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে থানায়। এটি ধরে রাখা গেলে বর্তমান পুলিশ প্রশাসনের জন্য অনেকটা সহজ হবে আইন শৃঙ্খলা রক্ষায়। এমনটাই মনে করেন সচেতন মহল।
থানা সূত্র জানায়, নবাগত অফিসার ইন্চার্জ (ওসি) মো. জালাল উদ্দিন, ওসি (তদন্ত) মো. জুয়েল ইসলাম সহ ৯ জন এসআই, ৭ জন এএসআই ও ২৭ জন কনস্টেবল সহ মোট ৪৫ জন নতুন যোগদান করেছেন। এটি কুতুবদিয়া থানায় বিরল ঘটনা।
থানার নবাগত ওসি মো. জালাল উদ্দিন বলেন, থানায় যোগদানকৃত সবাই নতুন হওয়ায় প্রথমত একটু হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া টেকনিক্যাল কাজে বিশেষ করে দক্ষ কম্পিউটার অপারেটর না থাকায় বেশ বেগ পেতে হচ্ছে। নতুনভাবে শুরু করেও তারা দ্বীপের প্রায় লক্ষাধিক মানুষকে সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।