কাতারেই মেসির শেষ বিশ্বকাপ
কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসিকে আর ফুটবল বিশ্বকাপে খেলতে দেখা যাবে না।
আর্জেন্টিনার সাংবাদিক সেবেস্তিয়ান ভিগনোলোকে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়ে দিলেন ৩৫ বছরের মেসি।
সেখানে আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার শেষ বিশ্বকাপ।’ তিনি আরও বলেন, ‘আমি দিন গুনছি কবে বিশ্বকাপ শুরু হবে। সত্যি বলতে, আমি উত্তেজিত। মনের মধ্যে চলছে যে কী হবে বিশ্বকাপে। এটাই আমার শেষ, কেমন যাবে বিশ্বকাপটা? একদিকে আমি যেমন বিশ্বকাপে নামার জন্য ছটফট করছি, তেমনি যাতে ভালো খেলতে পারি সেটার জন্য মরিয়া হয়ে উঠেছি।’
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ, মেসি
Facebook Comment