কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা শিবির


ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে মানবতার কল্যাণে কাজ করতে হবে। বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের ইসলামীর আমীর আবদুল আলীম। শুক্রবার (২৩ মে) সকাল ৮টা হতে সন্ধা ৬টা পর্যন্ত কাপ্তাই অঞ্চল কর্তৃক দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, যেকোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে একদল নিবেদিত আদর্শবাদী কর্মীর প্রয়োজন। যারা প্রতিটি মুহুর্তে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে।
এজন্য নিজেদের সৎ ও যোগ্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের সঞ্চালনায় এবং চন্দ্রঘোনা থানা আমীর আহনাফ বাশীরের ব্যবস্থাপনায় দিন ব্যাপী শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন জামায়াতের
চট্টগ্রাম জেলা দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মোহাম্মদ নো’মান, রাঙামাটি জেলার নায়েবে আমীর উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মনছুরুল হক, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু তানভির।