কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ


রাঙামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩অক্টোবর)সকাল ১০টায় ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হরিণছড়া মুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ করে ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।
তিনি জানান সেনাপ্রধানের দিক নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি আরও জানান ভবিষ্যতে এধরনের কার্যক্রম সেনাবাহিনীর পক্ষ হতে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, শিক্ষা সামগ্রী, সেনাবাহিনী
Facebook Comment

















