কাপ্তাইয়ের পলাতক আসামি পটিয়ায় গ্রেফতার
রাঙামাটি কাপ্তাইয়ের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫টি মামলার পলাতক আসামি পটিয়া হতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) কাপ্তাই থানা অভিযান চালিয়ে পলাতক আসামি মো.আরাফাত (২২) কে চট্রগ্রাম পটিয়ার থানাধীন শান্তির হাট হতে গ্রেফতার করে।
আসামি আরাফাত (২২) কাপ্তাই ৪নং ইউনিয়নে ৫নং ওয়ার্ডে নতুনবাজার কেপিএম টিলার মো. শাহ আলমের ছেলে।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, রাঙামাটি থানা পুলিশ চট্রগ্রামের পটিয়া হতে আরাফাতকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা মামলা রয়েছে । তাকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, পটিয়া
Facebook Comment