কাপ্তাইয়ে ঈদের আগে টিসিবির পণ্য কিনতে পেরে খুশির আমেজ


ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বরাবরই ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের পণ্য সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। ঈদের আগ মুহুর্তে টিসিবির পণ্য কিনতে পেরে অনেকেই খুশি।
সোমবার (৪ জুলাই) সকাল ১১টায় ৪নং ইউপি এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয় ।
ঈদের আগে স্বল্পমূল্যে তিনটি পণ্য পেয়ে আগত লোকজন অনেকেই খুশি বলে মত প্রকাশ করে। টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।এসময় উপজেলা আ.লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুনবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক, ডিলার কাঞ্চন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন ও ইউপি সদস্যগণ।
ডিলার কাঞ্চন চৌধুরী জানান, ৭, ৮, ৯, এবং ৪, ৫, ৬ নং ওয়ার্ডের লোকজনের মাঝে পণ্য দেয়া হয়।এসকল পণ্য পেয়ে আগত লোকজন অনেকে খুশি বলে মত প্রকাশ করে।