কাপ্তাইয়ে প্রাইভেটকারসহ মাদক পাচারকারী আটক
রাঙামাটির কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা হতে প্রাইভেটকার ভর্তি মাদকসহ পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুন) কাপ্তাই থানা মাদক পাচারকারীকে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার পাশ্ববর্তী এলাকা শৈলজা এলাকা হতে সোহাগ আলী (২৪) নামে যুবককে আটক করা হয়। আটক সোহাগ আলী (২৪) চট্রগ্রাম হামিদচর ডিসি কলোনি সংলগ্ন মোহরা স্মার্ট কলোনীর পিতা মৃত্যু ওয়াজেদ আলীর ছেলে।
কাপ্তাই থানার মো.জসিম উদ্দীন (ওসি) জানান, রাঙামাটির এসপির নির্দেশমতে গভীর রাতে থানা পুলিশ নিয়ে উক্ত যুবককে প্রাইভেটকার ভর্তি ৮৫ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। আটক যুবককে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।
ঘটনাপ্রবাহ: আটক, কাপ্তাই
Facebook Comment