কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

রাঙামাটি কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন পঁয়ত্রিশোর্ধ অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যেয়ে দেখি হাতির আক্রমণে অজ্ঞাতনামা মহিলার ছিন্নভিন্ন লাশ পড়ে আছে সড়কের পাশে। কাপ্তাই ফায়ার সার্ভিসের মাধ্যমে পুলিশ লাশ উদ্ধার করছে। তবে বন্যহাতি পার্শ্ববর্তী জঙ্গলে অবস্থান করছে। গত দু’বছরে একই সড়কে আরও তিনজন মানসিক ভারসাম্যহীন লোক বন্যহাতির আক্রমণে মারা গেছে।
Facebook Comment