কাপ্তাইয়ে সমস্যা ও আর্থিক সংকটের ফলে চুরি প্রবণতা বাড়ছে: ওপেন হাউজ ডে

fec-image

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে বিভিন্ন সমস্যা ও আর্থিক সংকটের ফলে চুরি প্রবণতা বাড়ছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমিতি কার্যালয়ে কাপ্তাই থানার আয়োজনে কাপ্তাই থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়

এ সময় বাজার সমিতির সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নতুনবাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রওশন আরা রব ।

পুলিশ সুপার রওশন আরা রব বক্তব্যে বলেন, চুরি হলে আপনারা মামলা করুন ,মামলা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। মাদকের সন্ধান দিন এবং আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এছাড়া বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.জসিম উদ্দিন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান, বাজার ব্যবসায়ী ইউসুফ ও তাজুল ইসলাম। অনুষ্ঠান প্রথম হতে শেষ পর্যন্ত ওপেন হাউজে ডে আলোচনা সভায় চুরি ও মাদকের বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টায় কাপ্তাই নতুনবাজার ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাসায় চোর চক্র নগদ ৩ লাখ টাকা ও দামী অলংকার নিয়ে যায় এবং দুটি মসজিদ ও মাদরাসার দান বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন