কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে শতভাগ পাশ

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই থেকে দুটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ করেছে।
বুধবার (৮ ফ্রেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসির ফলাফলে কাপ্তাই উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭ শত ১৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, এবছর এইচএসসিতে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১শত ৫১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে। তার মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া মানবিক বিভাগে ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে। মোট তার প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।
এছাড়া অপর প্রতিষ্ঠান কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী জানান, তার প্রতিষ্ঠানে ৫৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশ করেছে ৩ শত ৮৭ জন। পাসের হার ৭৭.৯৮%। এই প্রতিষ্ঠান হতে জিপিএ -৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।