কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে দেশি অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দেশি ওয়ান শুটারসহ তিন রাউন্ড ৭.৬২ গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের (শেড নং-৭, রুম নং-৪) লিডার।
এসপি নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও ৮ এপিবিএন যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।