কুতুব‌দিয়ায় পলাতক ২ আসামী গ্রেফতার

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পলাতক ২ আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (১৭ মার্চ) ভোর রা‌তে পৃথক অ‌ভিযা‌নে দু’জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে থানা সূত্র জা‌নি‌য়ে‌ছে।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান, পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে সোমবার ভোর রা‌তে উত্তর ধুরুং আ‌জিম উ‌দ্দিন সিকদার পাড়ার মৃত জালাল আহম‌দের ছে‌লে পলাতক আসামী শওকত আলম(৪৫) ও দ‌ক্ষি‌ণ ধুরুং বৈদ‌্যর পাড়ার ‌ আবুল হো‌সেনের ছে‌লে মো: রা‌সেল‌কে(২৫) গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন