কুতুবদিয়ায় এক দিনে ৩ শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক পানি ডুবির ঘটনায় শিশুগুলো মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ ধুরুং বৈদৗপাড়া গ্রামে কামাল হোছাইনের সন্তান রিফাত (৪) বাড়ির পুকুরে খেলতে গিয়ে ডুবে মারা যায়।
বিকাল ৪টার দিকে একই ইউনিয়নের আশা হাজির পাড়ার সাদ্দাম হোসেনের এক বছর বয়সী কন্যা জান্নাতুল মাওয়া পাশের পুকুরে হঠাৎ তলীয়ে যায়।
অপর দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর কৈয়ারবিল গ্রামের হামিদুল ইসলামের কন্যা সুমাইয়া (৩) বাড়ির পুকুরে সবার অজান্তেই পড়ে যায়।
পুকুরে তলীয়ে যাওয়া সবক‘টি শিশুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. শরীফুল ইসলাম শিশুগুলো মৃত বলে জানান।