কুতুবদিয়ায় কোচিং সেন্টারের জরিমানা

fec-image

কুতুবদিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করায় করানোয় মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জুন) আলী আকবর ডেইলে একটি কিন্ডার গার্টেন প্রধান শিক্ষককে এ জরিমনা করা হয়।

সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল চৌধুরী জানান, শিক্ষা প্রতিষ্ঠান‘সহ সব ধরণের কোচিং বন্ধের সরকারি নির্দেশ না মেনে একটি কেজি স্কুলের ২০/২৫ ছাত্র-ছাত্রী নিয়ে বাড়িতে কোচিং করাচ্ছেন। বিষয়টি গোপন সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রধান শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত যাত্রী পরিবহণ, মাস্ক ব্যবহার না করা সহ স্বাস্থ্যবিধি না মানায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।

অভিযানে পুলিশ,আনসার‘সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কুতুবদিয়া, মোবাইল কোর্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন