কুতুবদিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে কলেজ ছাত্রীকে অপহরণ

fec-image

কুতুবদিয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে কলেজ ছাত্রীকে ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

শনিবার ( ১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তর ধুরুং বাঁকখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ধুরুং বাঁকখালী গ্রামের হাবিব উল্লাহর মেয়ে কুতুবদিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে মাস খানেক আগে একই এলাকার মোক্তার আহমদের ছেলে সাখাওয়াত(২২) জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় হাবিব উল্লাহ বাদি হয়ে থানায় একটি মামলা করেন।

পরে গত সপ্তাহে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে সৌপর্দ করে। বিজ্ঞ আদালত মেয়ের বয়স কম থাকায় পিতার জিম্মায় দেন গত ৪ দিন আগে।

শনিবার রাত ৮টার দিকে সাখাওয়াত স্থানীয় ডাকাত মানিকের নেতৃত্বে তৌহিদ, ইকবাল, আমজাদ, রুবেল, বাহাদুর, মিজান, মাহমুদুল করিমসহ অন্তত ১০ জনের একটি গ্রুপ নিয়ে ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পিতা হাবিব উল্লাহ, ভাই ছলিম উল্লাহ বাধা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক আহত করে মেয়েকে তুলে নিয়ে যায়।

আহত দু‘জনকে হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন চিকিৎসক।

থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কলেজ ছাত্রী, কুতুবদিয়া, ছিনতাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন