কুতুবদিয়া চ্যানেলে ২ কোটি টাকার জাল বিলিন

fec-image

কুতুবদিয়া চ্যানেলে বহিরাগত জেলেদের আগ্রাসনে ৭ দিনে ২ কোটি টাকার জাল বিলিন হয়ে গেছে। ক্ষত্রিগ্রস্ত স্থানীয় জেলেরা নিরুপায় হয়ে শনিবার (৮ আগস্ট) কুতুবদিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, কুতুবদিয়া চ্যানেলে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা উপজেলার কয়েকশত জেলে বহদ্দার বেশ কিছুদিন ধরে গোপনে নিষিদ্ধ খুঁটি টং জাল, বিহিন্দি জাল বসিয়ে অবাধে মাছ শিকার করছে। এসময় স্থানীয় ক্ষুদ্র জেলেরা ভাসমান জাল বসালে তা বহিরাগত জেলেদের জালে আটকা পড়ে ধবংস হয়ে যায়। গত ৭ দিনে অন্তত ৫০টি ক্ষুদ্র বহদ্দারের ২ কোটি টাকার জাল এভাবে সাগরে বিলিন হয়ে যাওয়ায় পথে বসেছে। তারা স্থানীয় বড়ঘোপ ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন।

বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত বট মালিক-জেলেরা শনিবার সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করেন। এসময় ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে উপজেলা মৎস্যজীবী ফেডারেশন সভাপতি আবুল কালাম আযাদ, মকসুদুল হক, দেলোয়ার হোসেন, মো. রমিজ, ইছহাক মাঝি, শফি মাঝি, মো. সাদ্দাম, কালু কোম্পানী, শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া কুতুবদিয়া প্রেসক্লাব সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক হাছান কুতুবী, অর্থ সম্পাদক এম.এ মান্নান, নির্বাহি সদস্য আরিফুল ইসলাম, নজরুল ইসলাম, ইফতেখার শাহাজীদ রোকন, আবুল কাশেম, শাহেদ মনির সহ শতাধিক মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। জেলেরা বহিরাগত জেলেদের আগ্রাসন বন্ধে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তরের কাছে জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, চ্যানেলে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন