ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমাম হোসেন (৩০)। সে ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।
তিনি বলেন, উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাপ্রবাহ: যুবক, রোহিঙ্গা, হত্যা
Facebook Comment