খাগড়াছড়িতে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিলেন নিশিকা চাকমা

fec-image

খাগড়াছড়িতে নিশিকা চাকমা (৩৫) নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ কন্যা সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতকের মধ্যে একজন একটু অসুস্থ, দুইজন সুস্থ আছেন এবং মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোরে খাগড়াছড়ি সদরস্থ হেল্থ কেয়ার হাসপাতাল তিন কন্যা সন্তান প্রসব করেন নিশিকা চাকসা নামের ওই নারী। নিশিকা চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোননছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে নতুন বাগান এলাকার সুনায়ন চাকমার স্ত্রী।

ওই নারীর সঙ্গে থাকা অভিভাবক বলেন, নারী বৃহস্পতিবার ভোরে হেল্থ কেয়ার হসপিতালে ভর্তি করা হয়। নিশিকা চাকমা আজ একসঙ্গে তিনটা মেয়ে জন্ম দিয়েছে। তাদের সংসারে পূর্বে আরও ৪জন কন্যা সন্তান রয়েছে।তিনি এর আগেও যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই নিয়ে মোট ৭জন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি।

হেল্থ কেয়ার হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. আশুতোষ চাকমা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রসব ব্যথা নিয়ে হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে বোর সাড়ে ৬টার দিকে সিজার ছাড়া একে একে তিন কন্যা সন্তান প্রসব করেন। বাচ্চার মা সুস্থ আছে, তবে বাচ্চাগুলোর মধ্য থেকে একজন কিছুটা অপরিপক্ক অবস্থায় রয়েছে। বর্তমানে নবজাতকগুলো সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ডা. ওমর ফারুক বলেন, ভোরে একটি প্রাইভেট হাসপাতালে তিন কন্যা সন্তান প্রসব করেন। তিনটি বাচ্চা আমাদের সদর হাসপাতালে আনা হয়েছে। তিনজনের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল,তবে একজন শ্বাসকষ্ট ভুগছেন,তবে আগের চেয়ে অবস্থা উন্নতি হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন