খাগড়াছড়ি হাসপাতালে বিএনপির ইফতার বিতরণ


খাগড়াছড়ি সদর হাসপাতলে ইফতার বিতরণ করেছে জেলা বিএনপি। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদু ভূইয়ার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি ৪ শতাধিক রোগী, তাদের স্বজন ও স্টাফদের হাতে ইফতার তুলে দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি আমির খান ঝিনুক, যুবদল বাচ্ছু আহম্মেদ, সোহেল দেওয়ান, নাইমুল ইসলাম ভূইয়া, রফিক ও মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।