খাগড়াছড়িতে অবরোধ ও হরতালের সমর্থনে মহিলা দলের মিছিল
২৪ ঘণ্টা সড়ক অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে মিছিল করে জেলা মহিলা দল।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা শহরের হাসপাতাল সড়কে অনুষ্ঠিত মিছিলে অবরোধ ও আগামীকাল বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল করা হয়।
অবরোধের সমর্থনে বুধবার সকালে খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে জেলা স্বেচ্ছাসেবক দল, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সদর উপজেলা বিএনপি ও জেলা ছাত্রদল ও পানছড়ি সড়কে পানছড়ি উপজেলা বিএনপি ও ভাইবোনছড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যেগে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা মিছিল ও গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে পিকেটিং করে।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাপ্রবাহ: অবরোধ, খাগড়াছড়ি, মহিলা দল
Facebook Comment