খাগড়াছড়িতে নারী দিবস উপলক্ষে মহিলা দলের র্যালী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি মহিলা দলের উদ্যোগে র্যালী হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে র্যালীটি বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলীয় নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে শ্লোগান দেওয়া হয়।
এছাড়া র্যালী উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি,যুগ্ম সম্পাদক আকলিমা খানম ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নিউজটি ভিডিওতে দেখুন:
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, উপলক্ষে, খাগড়াছড়ি
Facebook Comment