খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন

fec-image

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলা ভবন ও বিয়াম ল্যবরেটরী স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান যুগ্ন সচিব মো. শাহীনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এর আগে বিয়াম ল্যবরেটরী স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৩৫ লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলা ভবণ নির্মান ও ৬৬ লক্ষ টাকা ব্যয়ে বিয়াম ল্যবরেটরী স্কুলের একাডেমিক ভবন নির্মাণ করেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

একই দিন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনার কেন্দ্রে পার্বত্য অঞ্চলের মিশ্র ফল বাগান ব্যবস্থাপনায় আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক দিনব্যাপী কৃষক কৃষক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশীদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) মো. শাহিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. মর্তুজ আলী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র মসল্লা বিষয়ক প্রকল্পের কন্সালটেন্ট ড. মহব্বত উল্ল্যা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ি দূর্গম প্রত্যন্ত অঞ্চলের উপযোগী মিশ্র ফল চাষে সুফলভোগীদের মাঝে মিশ্র ফল চারা, সার ও বীজ বিনামুল্যে বিতরণ করছে। আমরা চাই কৃষি নির্ভর অর্থনীতি পাহাড়ে শক্তিশালী হোক।

প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলের ৪০ জন কৃষক কৃষাণী অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন