খাগড়াছড়ি পৌরসভায় পৌনে ৭৪ কোটি টাকার বাজেট ঘোষনা

fec-image

খাগড়াছড়ি পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৭৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭শ ৭৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র মো: রফিকুল আলম এ বাজেট ঘোষনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে, ৭২ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ১ কোটি ৩৮ লক্ষ ৯৯ হাজার ৭শ ৭৩ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১০ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ৬শ ৫৩ টাকা এবং রাজস্ব ব্যয় ১০ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার টাকা, উদ্ধৃত ১ লক্ষ ৬২ হাজার ৬শ ৫৩ টাকা।

উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ও সরকারী অনুদান ৬১ কোটি ২০ লক্ষ ৭২ হাজার ১শ ৭২ টাকা, যেখানে বিশেষ প্রকল্প অনুদান ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ৬১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার টাকা। মূলধন আয় ২ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার ৯শ ৪৮ টাকা। মূলধন ব্যয় ১ কোটি ৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাঁশেম।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার পৌর প্যানেল মেয়র-১ মো. জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খোন্দকার, হিসার রক্ষক খোন্দাকার সাহেদ মো: নূর আবেদীন, কাউন্সিলর পরিমল দেবনাথ, অতীশ চাকমা, মো. শাহ আলম, মাসুদুল হক মাসুদ, আনোয়ার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, টিএলসিসি, এসআইসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি পর্যটনমূখী, আধুনিক পৌরসভা উপহার দিতে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি পৌরসভা। সে সাথে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক পৌর বাস র্টামিনাল ও শিশুপার্ক,পৌর রেষ্ট হাউজ নির্মাণ, কপি হাউজসহ খাগড়াছড়ি পৌর সভাকে আরো এগিয়ে নেওয়ায় লক্ষে পৌর কর্তৃপক্ষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

একই অনুষ্ঠানে পৌর এলাকার দরিদ্র,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, অনুদান বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বাজেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন