খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।
খাগড়াছড়ির ত্রিপুরা যুব কল্যাণ সংসদ পরিচালিত মহিলা ফুটবল ক্যাম্প পরিচালনার জন্য নগদ ১ লাখ টাকা ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার পাঠাগারের জন্য বই উপহার দেয়া হয়।
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের সামাজিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী সবসময় অংশীজনদের পাশে থাকবে।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: