খুব শিগগিরই দেখা হবে: এমবাপ্পের উদ্দেশে হাকিমি
প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছেছে মরক্কো। ফুটবল বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন আশরাফ হাকিমিরা। যে মরক্কোকে নিয়ে ফুটবল জনতার মধ্যে তেমন আগ্রহ ছিল না, সেই তারাই এখন বলতে শুরু করেছেন, এই টিমটা আরও অঘটন ঘটাতে পারে।
তবে মরক্কোর স্বপ্ন অবশ্য এখনও পূরণ হয়নি। তারা ফাইনালে ওঠার জন্য মরিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা ফ্রান্স। দিদিয়ের দেশমের ফরাসি টিমও দুরন্ত ছন্দে রয়েছে। কিলিয়ান এমবাপ্পের এই ফরাসি টিমকেই এবার হাকিমিদের সামলাতে হবে। তার আগে হাকিমি টুইটারে এমবাপ্পের উদ্দেশে লিখলেন, ‘তোমার সঙ্গে খুব শিগগিরই দেখা হবে।’
হাকিমি আর এমবাপ্পে ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই খেলেন পিএসজিতে। ক্লাবের বন্ধুত্ব যে দেশের হয়ে খেলার সময় থাকবে না, সন্দেহ নেই। দুই বন্ধুই সেমিফাইনাল ম্যাচে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন।