গুইমারায় এইচএসসি পরীক্ষার্থী সন্তান প্রসব করে পরীক্ষায় অংশগ্রহণ

চলমান এইচএইচসি পরীক্ষায় খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী চুমকি রাণী মজুমদার সন্তান প্রসব করেছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর হাসপাতালে তিনি পুত্র সন্তান প্রসব করেন। রবিবার (১১ ডিসেম্বর) তিনি মানিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যদিও এটা স্বাভাবিক ডেলিভারি ছিলো তবুও চুমকি রাণীর এ আত্মবিশ্বাস ও সাহসকে ধন্যবাদ জানিয়েছেন গুইমারা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ ।
গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক সানু মারমা, প্রীতিময় চাকমা, মোহাম্মদ শামীম উদ্দিন ও মো. কামরুজ্জামান চুমকি রাণীর সাথে দেখা করে তাকে অভিনন্দন জানান এবং আগামী ১৩ তারিখ শেষ পরীক্ষায় অংশগ্রহণের উৎসাহ প্রদান করেন।
চুমকি গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থী হলেও এইচএসসি পরীক্ষার কেন্দ্র হচ্ছে মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি সরকারি গিরিমৈত্রি কলেজ কেন্দ্রে। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সবাই চুমকি রাণীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন।