গুইমারায় চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি আটক
গুইমারা থানায় পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করেছে।আটক জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম উপজেলার হাতিমুড়া এলাকার নুর হোসেনের ছেলে।
সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাতিমুড়া এলাকা থেকে এস আই প্রতুল কুমার শীল ও এস আই আব্দুল কাদের তাদের আটক করে। পরে সকালে খাগড়াছড়ি কোট হাজতে প্রেরণ করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ বড়ুয়া জানান, তাদের নামে খাগড়াছড়ি আদালতে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া চাঁদাবাজি, ভূমি জবরদখল, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে থানায় প্রায় ৮টি অভিযোগ রয়েছে জাহিদুলের নামে। হাতীমুড়া এলাকায় সে চাদাঁবাজিসহ নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তার কারণে ওই এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
প্রভাব খাটিয়ে অন্যের জমিতে জোরপূর্বক করাতকল স্থাপন করেছে সে। তার নামে দুদকেও বেশ কয়েকটি অভিযোগ হয়েছে।