ঘুমধুমে বিদেশি সিগারেটসহ ৩ পাচারকারী আটক

fec-image

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল এলাকা থেকে ৫শত প‌্যাকেট বিদেশি সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক’ সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বড়বিল-মগঘাট মোড়ের পাকা রাস্তার উপর নাম্বার বিহীন একটি সিএনজি তল্লাশি করে ৫০ বক্স (৫০০ প্যাকেট) বিদেশি সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব‌্যক্তিরা হল- কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউপির ছাদির কাটা এলাকার আবুল বশরের পুত্র মো. আলম (২৯), নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম বড়বিল এলাকার নুরুল ইসলামের ছেলে আফসার উদ্দিন (২১) অপরজন একই এলাকার মীর আহাম্মদের ছেলে নুর আহাম্মদ (১৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বারবিহীন সিএনজি গাড়ি তল্লাশি করে ৫০ বক্স (৫০০ প‌্যাকেট) বিদেশি সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ঘুমধুম এলাকার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধপথে মিয়ানমার থেকে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সিগারেট গুটা দেশে ছড়িয়ে দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা।

মাঝেমধ‍্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু চালান আটক করেছেন পুলিশ। সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে অভিযান আরো জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহ বলেন, আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ঘুমধুম, সিগারেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন