ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ উপজাতি যুবক আটক

fec-image

পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৫০ হাজার ইয়াবাসহ এক উপজাতিকে আটক করেছে বিজিবি। ১৪ ফেব্রুয়ারি দুপুরে সীমান্তেের রেজু বিওপি জোয়ানরা এ অভিযান পরিচালনাকালে বিজয় তঞ্চঙ্গা ( ২২) নামের এ যুবককে আটক করে।

অভিযান পরিচালনাকারী নায়েক সুবেদার মিজানুর রহমান জানান,
গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালান। এ সময় লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে ৫০ হাজার ইয়াবাসহ স্থানীয় বড়ইতলীর মংচাইচিং তঞ্চঙ্গার ছেলেকে আটক করেন তারা।

স্থানীয়রা জানান, এটি ছিলো বাংলাদেশ-মিয়ানমান স্থল সীমান্তের ইয়াবা পাচারের জোন। এ কারণে ঘুমধুম সীমান্তের রেজু-আমতলী বা বড়ইবলী বা আশপাশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা পাচার আর রুটিন মাফিক এ ইয়াবা আটক হচ্ছে।

৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেন
এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক ইয়াবা কারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য : এর আগে ৭ ও ৮ ফেব্রুয়ারি এ সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয় এবং বন্দুকসহ রোহিঙ্গা যুবক নিহত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, উপজাতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন