ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি একটি মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।
৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, “এ অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।
এদিকে, বিজিবি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।