ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রভাবে পর্যটক শূন্য কক্সবাজার!
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কক্সবাজার উপকূলে গত কয়দিন থেকে প্রচন্ড গরম অব্যাহত রয়েছে। সাগর উত্তাল হয়ে উঠায় কক্সবাজার সৈকত পর্যটক শূন্য হয়ে পড়েছে। কক্সবাজার থেকে ফিরে যাচ্ছেন পর্যটকরা।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে সৈকতে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ পর্যটক শূন্য ছাতা চেয়ারের সারি।
হোটেল মোটেল গুলোতে খবর নিয়ে জানা গেছে, বুধবার (১ মে) ঘূর্ণিঝড় ফণী ঘনিয়ে আসার খবর প্রচার হওয়ার পর থেকে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা।
এদিকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন সভাব্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষনিক নিয়ন্ত্রণ কক্ষ।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পর্যটক, ফণী
Facebook Comment