চকরিয়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার ১৬ দিন পরে হাসপাতালে মৃত্যু

fec-image

কক্সবাজারের চকরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মো: আইয়ুব (২২) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশ নিশ্চিত করেছে।

নিহত কলেজ শিক্ষার্থী আইয়ুব উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি চলতি বছর ডুলাহাজারা কলেজ থেকে সদ্য এইচ এস সি পাস করেছেন।

স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদের ছেলে মো. ওয়াহিদ মোবাইলে মো: আইয়ুব ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যান। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনিরের নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠি নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে আইয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তৎমধ্যে আইয়ুব ১৫ দিন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত কলেজ শিক্ষার্থী আইয়ুবের বাবা আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়া করার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমার ছেলেকে ওরা নির্মমভাবে পিটিয়েই মেরে ফেলল।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহত হওয়ার পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেননি। এখন এটি হত্যা মামলায় রূপান্তর হবে। অভিযোগকারী নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন