চকরিয়ায় মাতামুহুরী নদীতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া বাজার ব্রিজ সংলগ্ন মাতামুহুরী নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত জেলেরা হলেন, চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকার ৫নং ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও একই এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরী নদীতে মাছ শিকারে যান দুই জেলে। মাছ শিকারের একপর্যায়ে তারা নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।