চকরিয়ায় বেতুয়া বাজার ব্রিজের পাশ থেকে গাড়ি চালকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশের আনিসপাড়া এলাকা থেকে বেলাল উদ্দিন (৩৫) নামের এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেলাল উদ্দিন পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনিস পাড়া এলাকার মোহাম্মদ মফজলের (মজ্জান) ছেলে।
তবে স্থানীয়দের ধারণা উদ্ধার হওয়া নিহত বেলালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশে মরিচ ক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবতী লাশ উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।