চকরিয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অভিযান: আদেশ অমান্য করার দায়ে জরিমানা


করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ও বাজার মনিটরিংয়ে শনিবার (১০ এপ্রিল) বিকাল থেকে মাঠে নেমেছে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারের নির্দেশনা অমান্য করে নিয়মের বাইরে দোকান ও মার্কেট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭টি মামলার বিপরীতে ১১ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ও বাজার মনিটরিংয়ে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও কার্যকর করার লক্ষে মাঠ পর্যায়ে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা সংক্রমন প্রতিরোধে ও সরকারের নির্দেশনা না মেনে নিয়মের বাইরে চলাফেরা, দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলার বিপরীতে ১১ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি দ্বিতীয় ঢেউ ও সংক্রমণের হার রোধকল্পে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আলোকে চকরিয়া পৌরসভার বিভিন্ন পয়েন্টে এবং মার্কেটে করোনা প্রতিরোধে জোর তৎপরতা চালিয়ে মাঠে মনিটরিং করা হয়। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিদের অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। সরকারের নির্দেশিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।