চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ধসে পড়া ব্রিজের সংস্কার কাজ শুরু
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির আমতলাস্থ বেইলী ব্রীজটি গত শুক্রবার ধসে পড়ার পর শনিবার সকাল থেকে বিকল্প সেতু তৈরীর কাজ শুরু হয়েছে। তবে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।
জানা গেছে, গত শুক্রবার ৩০ টনের অধিক পাথর বোঝাই ট্রাক নং পাবনা-ট-১১-০৬৭০ ও ফটিকছড়ি থেকে ছেড়ে আসা মাইক্রোবাস নং-চট্ট মেট্রো-ট-১১-২৮৭৫ দুটি গাড়ি একই সময়ে বেইলী ব্রিজে উঠলে সম্পূর্ণ ব্রীজটি দুমড়ে-মুচড়ে নদীতে পড়ে যায়। এতে খাগড়াছড়ি-চট্টগ্রাম জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলার আন্তসড়কে হালকা যান চলাচলে প্রশাসন উদ্যোগ গ্রহণ করলেও দূরপাল্লার যাত্রীবাহি বাস, ট্রাক চলাচল করতে পারছে না। ফলে দু’জেলার যাত্রীদের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। শনিবার সকাল থেকে উক্ত সড়কের নির্মিত ব্রিজের ঠিকাদার মনিকো লি. ভেঙ্গে পড়া ব্রিজটি সরিয়ে বিকল্প সেতু তৈরীর কাজ শুরু করেছে।
মনিকো লি. এর প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, দীর্ঘ ১৫০ ফুট ধসে পড়া ব্রীজটি পূণঃস্থাপনে ৭ দিন সময় লাগবে।