ইউপিডিএফ কর্তৃক

জেএসএস নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ

জেএসএস (এমএন লারমা) দলের লক্ষ্মীছড়ি উপজেলা আহ্বায়ক নিলবর্ণ চাকমা (৫৮)কে বেলছড়ির নিজ বাড়িতে গতকাল রাত ৯টার দিকে ইউপিডিএফ (মূল) কর্তৃক গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪টায় জেএসএস খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কয়ারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সমাবেশে এ পিসিপি’র নেতা জগদীশ চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসএস সদর থানা শাখার সভাপতি যোকি চাকমা, জেলা পিসিপি সভাপতি সুবাস চাকমা, মহিলা নেত্রী ববিতা চাকমা, রাঙামাটি জেলা নেতা বিপুলেশ্বর চাকমা প্রমুখ।

এ সময় বক্তারা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে বলেন, ঘটনা যারাই ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হত্যার উদ্দেশ্য এ নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্য ইউপিডিএফ’র নির্মূল ঘোষণা করে তাদের সকল কার্যক্রম অবৈধ ও অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।

এভাবে ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর ও নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন