জেএসএস সন্ত্রাসীদের হুমকিতে কাপ্তাই ঘাটে মৎস্য আহরণ বন্ধ

fec-image

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএসের) সশস্ত্র সদস্যরা অতিরিক্ত চাঁদা আদায় করতে না পারায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় জেলেদের মাছ ধরতে নিষেধ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে এ কারণে কাপ্তাই উপজেলা মৎস্য করপোরেশন ঘাটে কোন মাছের নৌকা ভিড়েনি।

নাম প্রকাশ করার শর্তে কাপ্তাই উপরেজলা মৎস্য ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর সন্ত্রাসীদের চাঁদা দিয়ে হ্রদ থেকে মাছ আহরণ করা হয়। এ বছর অতিরিক্ত চাঁদা দাবি করায় দিতে ব্যর্থ হওয়ায় জেলেদের মাছ ধরতে তারা নিষেধ করেছেন সন্ত্রাসীরা।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে ঘাটে কোন মাছের নৌকা অবতরণ করেনি। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা নেই।

৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় জেলা ম্যাজিস্ট্রেট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাঁদাবাজি, জেএসএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন