টেকনাফে অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বাহিরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল- ২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের ৪০০ মিটারের বাহিরে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় পুলিশের একটি টিম অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মৃতদেহটি রেখে চলে গেছে। আমরা এই নারীর মৃতদেহের পরিচয় সনাক্তে চেস্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ প্রক্রিয়াধীন।
চাকমারকুল ২১ নং ক্যাম্পের মাঝি আজিজুল হক বলেন, দুপুরের দিকে অর্ধগলিত এক নারীর মৃতদেহ চাকমারকুল ক্যাম্পের কাঁটাতারের বাহিরে চাষের জমিতে পড়ে থাকতে দেখা যায়। এরপর আমরা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিয়েছি। এই নারীর মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারি নি। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারীটি রোহিঙ্গা হতে পারে।