টেকনাফে বিট অফিসারকে প্রাণনাশের হুমকি
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
ভূমিদস্যুদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করায় মোচনী বিট অফিসারকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে টেকনাফ রেঞ্জের মোচনী বনবিট অফিসার ডেপুটি রেঞ্জার মোঃ আবদুর রাজ্জাক আতংকে এবং সরকারী দায়িত্ব পালনে অসহায় হয়ে পড়েছেন।
গতকাল ৭ জুন সন্ধ্যায় ডেপুটি রেঞ্জার মোঃ আবদুর রাজ্জাক তাঁর অসহায়ত্বের কথা বর্ণনা দিয়ে জানান- দক্ষিণ হ্নীলা মৌজার আরএস ২নং খতিয়ানের আরএস ৫১৬২ দাগের ২০ একর সরকারী বনভূমি জবরদখল করে পাকা ভবন নির্মাণ করার খবর পেয়ে গত ১৪ মে বনকর্মীরা বাধা দিতে যায়। এত ক্ষিপ্ত হয়ে জবর দখলকারীরা লম্বা দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে বনকর্মীদের উপর হামলা করে।
মোচনী বিট অফিসার আব্দুর রাজ্জাক সেই দিনই ১৩ জনের নামে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৫। অভিযুক্তরা হচ্ছে- মৃত আমির হোছনের পুত্র কবির আহমদ (৩৫), ও জামাল হোছন (৪০), মৃত কাশেম আলীর পুত্র আবু বক্কর (৪২), মৃত সোলতান আহমদের পুত্র ওসমান (৪৫), মৃত হাবিবুর রহমানের পুত্র দলিলুর রহমান (৩৮), হাবিবুর রহমানের পুত্র জালাল উদ্দীন (৪৫), আবুল কালামের পুত্র ছিদ্দিক আহমদ (৪০), মৃত বদিউর জামানের পুত্র জাকের হোসেন মিস্ত্রি (৩৫), ছৈয়দ আহমদের পুত্র মমতাজ উদ্দীন (৩০), আবুল মনজুরের পুত্র আবদুর রহিম (৩৫), অছিউর রহমানের পুত্র আঃ করিম মিস্ত্রি(৩২), আবুল হাশেমের পুত্র আব্দুল্লাহ (৩০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জন রয়েছে।
বিট অফিসার জানান- বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানায় মামলা হওয়ার পর প্রায় ১ মাস অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এ যাবত কোন অভিযান চালায়নি। এতে সরকারী বনভূমি উজাড় করে জবরদখল কারীরা আরও বেপরোয়া হয়ে বিট অফিসারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।